পরিত্যক্ত বস্তা থেকে উদ্ধার বৃদ্ধা, চাঞ্চল্য এলাকায়

হিন্দি ভাষী বৃদ্ধা জানান, তাঁর বাড়ি অশোকনগরে। নাম অন্নু কুমারী। ট্রেনে করে তাঁকে নিয়ে আসা হয়। চুঁচুড়ার প্রিয়নগরে কি করে এলেন তা বলতে পারেননি ওই বৃদ্ধা।

পরিত্যক্ত বস্তা থেকে উদ্ধার বৃদ্ধা, চাঞ্চল্য এলাকায়

ট্রাইব টিভি ডিজিটাল: বস্তাবন্দি মানুষ! শুনতে বা ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। বস্তাবন্দি এক বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল চুঁচুড়া থানার পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে, হুগলি জেলার চুঁচুড়া প্রিয়নগর এলাকায় জিটি রোডের ধারে। জানা গিয়েছে, বস্তাবন্দি কিছু একটা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। 

প্রথমে তাঁরা মনে করেন, কেউ কিছু বস্তায় ভরে কিছু ফেলে দিয়ে গিয়েছে। যদিও বস্তা নড়াচড়া করতেই বিষয়টি নিয়ে সন্দেহ হয় সবার। এরপর বস্তা টান মারতেই দেখা যায় সাদা চুলের এক বৃদ্ধাকে। প্রাথমিক ভাবে ভয় পেয়ে যান উপস্থিতরা। বস্তার ভিতর মানুষ!

এদিকে চুঁচুড়া থানাতেই কর্মরত মহিলা পুলিশ কর্মী রাখী ঘোষের ছেলে প্রদীপ্ত সেই সময় ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে তিনি তাঁর মাকে ফোন করে গোটা বিষয়টি জানান এবং ওই বৃদ্ধাকে খাবারও কিনে দেন। জানা গিয়েছে, ওই মহিলা পুলিশ কর্মী তখন থানাতেই ডিউটিতে ছিলেন। ছেলের ফোন পেয়ে ঘটনা বড় বাবুকে জানান। এরপর বড় বাবু   গাড়ি নিয়ে দ্রুত সেখানে পৌঁছতে বলেন।

 জানা গিয়েছে, একজন অফিসার নিয়ে মহিলা পুলিশ কর্মী ঘটনাস্থলে রওনা দেন। প্রিয়নগরে পৌঁছে পুলিশ দেখেন, বৃদ্ধা বস্তায় পা ঢুকিয়ে বসে আছে। ততক্ষণে তাঁকে ঘিরে কৌতূহলী জনতার ভিড়। এরপর ওই বৃদ্ধাকে পুলিশ তাঁর নাম ঠিকানা জিজ্ঞাসা করে। হিন্দি ভাষী বৃদ্ধা জানান, তাঁর বাড়ি অশোকনগরে। নাম অন্নু কুমারী।

ট্রেনে করে তাকে নিয়ে আসা হয়। চুঁচুড়ার প্রিয়নগরে কি করে এলেন তা বলতে পারেননি তিনি। তবে কে তাঁকে এভাবে এতদূর নিয়ে এল সে বিষয়েও কিছু জানাতে পারেননি ওই বৃদ্ধা। বাড়িতে কেউ আছে কিনা জিজ্ঞাসা করায় কিছুটা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। পুলিশ থাকে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। গোটা বিষয়টি খতিয়ে দেখে বৃদ্ধার বাড়ির খোঁজ শুরু করেছে পুলিশ।