Mir-Iman: একসময় ফোন করলেও উত্তর মেলেনি, বছর শেষে ইচ্ছেপূরণ, মীরকে আবেগঘন খোলা চিঠি ইমনের

Mir-Iman: এক সময় মীরের সঙ্গে কথা বলার জন্য় বার বার ফোনের ডায়েল ঘুরিয়েছিলেন ইমন। এরপর অনেকটা সময় পেরিয়েছে। আজ সেই মীরই তাঁর সহকর্মী। বছর শেষে মীরকে নিয়ে নেটমাধ্যমের পাতায় আবেগঘন পোস্ট করলেন গায়িকা। পোস্টে অবশ্য পালটা ভালোবাসা জানাতে ভোলেননি মীরও।

Mir-Iman: একসময় ফোন করলেও উত্তর মেলেনি, বছর শেষে ইচ্ছেপূরণ, মীরকে আবেগঘন খোলা চিঠি ইমনের
Mir-Iman: এক সময় মীরের সঙ্গে কথা বলার জন্য় বার বার ফোনের ডায়েল ঘুরিয়েছিলেন ইমন। এরপর অনেকটা সময় পেরিয়েছে। আজ সেই মীরই তাঁর সহকর্মী। বছর শেষে মীরকে নিয়ে নেটমাধ্যমের পাতায় আবেগঘন পোস্ট করলেন গায়িকা। পোস্টে অবশ্য পালটা ভালোবাসা জানাতে ভোলেননি মীরও।