Lalan Sekh: লালন শেখের বাড়িতে ডিআইজি–সিআইডি, কী জিজ্ঞাসা করা হল রেশমা বিবিকে?‌

লালন শেখের মৃত্যুর পরদিন আদালতের নির্দেশে সিল খুলে দেয় সিবিআই। লালনের স্ত্রীর অভিযোগ, সিল খুলে বাড়িতে ঢুকে দেখেন সব ভাঙচুর হয়েছে এবং চুরি হয়েছে। সিবিআই হেফাজতে থাকার সময় কেন বাড়িতে চুরি ও ভাঙচুর হল?‌ বিচার চেয়ে রামপুরহাট আদালতে মামলা দায়ের করেন লালনের স্ত্রী রেশমা বিবি।

Lalan Sekh: লালন শেখের বাড়িতে ডিআইজি–সিআইডি, কী জিজ্ঞাসা করা হল রেশমা বিবিকে?‌
লালন শেখের মৃত্যুর পরদিন আদালতের নির্দেশে সিল খুলে দেয় সিবিআই। লালনের স্ত্রীর অভিযোগ, সিল খুলে বাড়িতে ঢুকে দেখেন সব ভাঙচুর হয়েছে এবং চুরি হয়েছে। সিবিআই হেফাজতে থাকার সময় কেন বাড়িতে চুরি ও ভাঙচুর হল?‌ বিচার চেয়ে রামপুরহাট আদালতে মামলা দায়ের করেন লালনের স্ত্রী রেশমা বিবি।