Ayodhya Ram Temple: চন্দননগরের আলোয় সেজে উঠবে অযোধ্যা নগরী, জানেন কত টাকার বরাত পেল বাংলা

দীপাবলিতে চন্দননগরের আলো সেজেছিল অযোধ্যার পথঘাট। এবার রামমন্দির উদ্বোধনের সময় চন্দননগরের আলোয় সাজবে অযোধ্যা। চন্দননগরের আলোকশিল্পী রওনা দিলো অযোধ্যার উদ্দেশ্যে। জানুন বিস্তারিত...

Ayodhya Ram Temple: চন্দননগরের আলোয় সেজে উঠবে অযোধ্যা নগরী, জানেন কত টাকার বরাত পেল বাংলা
এই রকম আলোকসজ্জায় সেজে উঠবে অয্যোধ্যার গেট

ট্রাইব টিভি ডিজিটাল: অযোধ্যায় রামমন্দিরের হাওয়ায় দেশে কমল (পদ্ম) ফুটবে কিনা তা সময়ই বলবে! তবে চন্দননগরের আলোয় কমল ফুটবে অযোধ্যায়। দীপাবলিতে চন্দননগরের আলো সেজেছিল অযোধ্যার পথঘাট। এবার রামমন্দির উদ্বোধনের সময় চন্দননগরের আলোয় সাজবে অযোধ্যা। চন্দননগরের আলোকশিল্পী রওনা দিলো অযোধ্যার উদ্দেশ্যে। যোগীরাজ্যে দু'কোটি টাকার বরাত পেলো চন্দননগর।

হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিনই নমোর হাত ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের বহু অতিথি রামমন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন। মন্দির ও মন্দির প্রবেশের গোটা রাস্তা সেজে উঠবে চন্দননগরের আলোয়। দেড়শো জন আলোক শিল্পীদের নিয়ে যাওয়া হচ্ছে হুগলি থেকে। ফিরোজাদাবাদ থেকে অযোধ্যার রাম মন্দির পর্যন্ত গেট লাগানো থাকবে। আলোর মাধ্যমে রাম লক্ষণ সীতা হনুমানের ছবি ফুটিয়ে তোলা হবে। বিশেষ ভাবে থাকছে পদ্মফুলের আলো। ৩০০ টি আলোর গেট থাকবে রামমন্দির যাওয়ার রাস্তায়। 

এক বছর ধরে এই আলো জ্বলবে। তার জন্য লোহার স্ট্রাকচারের উপর নতুন ধরনের এলিডি স্ট্রিপ দিয়ে সাজানো হবে আলো। যা সহজে নষ্ট হবে না। প্রায় দুই কোটি টাকা বাজেটের আলোর বরাত পেয়েছে চন্দননগরের আলোক শিল্পীরা। চন্দননগরের আলোক শিল্পী মনোজ সাহা এই আলো ও শিল্পীদের নিয়ে শনিবারই রওনা দিচ্ছেন অযোধ্যার উদ্দেশ্যে। কিছু আলোক সজ্জা যেমন নিয়ে যাওয়া হচ্ছে, তেমনি অযোধ্যায় পৌঁছে বাকি কাজ শেষ করা হবে। ২০ তারিখের মধ্যে সব কাজ শেষ করা হবে বলে জানান আলোক শিল্পীরা। রামমন্দিরে বহু মানুষ আসবেন সেখানে চন্দননগরের আলো আলাদা করে নজর কাড়বে আশাবাদী আলোক শিল্পীরা।