Arijit Singh Kolkata Concert: কলকাতায় বাতিল হতে পারে অরিজিৎ সিং-এর শো, ইকো পার্ক কেন এমন করল?

কলকাতায় অরিজিৎ সিং-এর লাইভ কনসার্ট নিয়ে মাতামাতি সেই কবে থেকে। তবে শোনা যাচ্ছে, ইকো পার্কে হওয়ার কথা থাকলেও হিডকো শেষ মুহূর্তে পিছিয়ে এসেছে। ফলত েখন নতুন করে ভেন্যু খুঁজতে হচ্ছে আয়োজকদের। শো বাতিল হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

Arijit Singh Kolkata Concert: কলকাতায় বাতিল হতে পারে অরিজিৎ সিং-এর শো, ইকো পার্ক কেন এমন করল?
কলকাতায় অরিজিৎ সিং-এর লাইভ কনসার্ট নিয়ে মাতামাতি সেই কবে থেকে। তবে শোনা যাচ্ছে, ইকো পার্কে হওয়ার কথা থাকলেও হিডকো শেষ মুহূর্তে পিছিয়ে এসেছে। ফলত েখন নতুন করে ভেন্যু খুঁজতে হচ্ছে আয়োজকদের। শো বাতিল হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।