নেশার জল না দেওয়ায় কুপিয়ে খুন! চাঞ্চল্য খাস কলকাতায়

তর্কাতর্কির মাঝে নীতিশের বুকের বাঁ দিকে গাঁজা কাটার ছুরি দিয়ে আঘাত করে আকাশ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নীতীশ। কলকাতা পুরসভার কোয়ার্টারের ছাদে শুয়ে থাকা যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। জানুন বিস্তারিত...

নেশার জল না দেওয়ায় কুপিয়ে খুন! চাঞ্চল্য খাস কলকাতায়
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রবিবার রাতে খাস কলকাতায় (Kolkata) কুপিয়ে খুন। নেশা করা নিয়ে বাঁধে বচসা, তার জেরেই খুন। কলকাতা পুরসভার কোয়ার্টারের ছাদে শুয়ে থাকা যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা ফুলবাগান (Phoolbagan) থানা সংলগ্ন এলাকায়।  

পুলিশ সূত্রে খবর, নিহতের নাম নীতিশ রবি দাস। ১৮ বছরের নীতিশের বাবা কলকাতা পুরসভার সাফাইকর্মী। তাঁরা ফুলবাগান থানা সংলগ্ন কলকাতা পুরসভার (KMC) কোয়ার্টারেই থাকত। রাতে কোয়ার্টারের ছাদে শুতে যেত। প্রতিদিনের মতো রবিবারও ছাদেই গিয়েছিল শুতে। পরিবার সূত্রে খবর, নেশাগ্রস্থ অবস্থায় ফের নেশা করতে কোয়ার্টারের ছাদে গিয়েছিল বছর ত্রিশের আকাশ হরি। সেখানেই জলের বোতল নিয়ে তাদের মধ্যে বাঁধে বচসা।

আরও পড়ুন: https://www.tribetv.in/Rain-and-thunderstorm-forecast-in-South-Bengal-from-Monday
   
অভিযোগ, ছাদ থেকে নীচে নীতীশের জলের বোতল ফেলে দেয় আকাশ। তা নিয়ে দুজনের বাঁধে ঝামেলা। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। অভিযোগ, তর্কাতর্কির মাঝে নীতিশের বুকের বাঁ দিকে গাঁজা কাটার ছুরি দিয়ে আঘাত করে আকাশ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নীতীশ। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে (NRS Hospital)। চিকিৎসকরা নীতিশকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: https://www.tribetv.in/What-potters-are-thinking-before-the-Lok-Sabha-elections

আকাশ হরির বিরুদ্ধে খুনের অভিযোগে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছে নীতীশের পরিবার। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ। আগে থেকেই তাদের মধ্যে কোন পুরনো শত্রুতা ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে ফুলবাগান থানার পুলিশ।