ভোট-বছরে রাম-রাজ্যের প্রাণ প্রতিষ্ঠা মোদির, 'রাম' রাজনীতি নিয়ে বিজেপিকে 'নারীবিদ্বেষী' তোপ মমতার

আক্ষরিক অর্থে প্রতিশ্রুতি রাখলেন নরেন্দ্র মোদি। রাম মন্দিরের গর্ভ গৃহে প্রতিষ্টিত হল রাম লালার মূর্তি। গর্ভগৃহের অন্দরে বেজে উঠলো সিনহা। সানাইয়ের সুরে ধ্বনিত হল রঘুপতি রাঘব রাজা রাম।

ভোট-বছরে রাম-রাজ্যের প্রাণ প্রতিষ্ঠা মোদির,   'রাম' রাজনীতি নিয়ে বিজেপিকে 'নারীবিদ্বেষী' তোপ মমতার
ছবি সৌজন্যে- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: অযোধ্যায় ইতিহাসের চাকা ঘুরলো। ৫০০ বছরের অপেক্ষার অবসান। মহা ধুমধাম করে সোমবার নবনির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার। উপস্থিত ছিলেন প্রায় আট হাজার অতিথি। দেশ-বিদেশের কোটি কোটি রাম ভক্তের আবেগ দেখতে পাওয়া গেল এদিন। উচ্ছ্বাসে উন্মাদনায় ইতিহাসের পাতায় থেকে গেল ২০২৪ এর ২২ শে জানুয়ারি। 

 আক্ষরিক অর্থে প্রতিশ্রুতি রাখলেন নরেন্দ্র মোদি। রাম মন্দিরের গর্ভ গৃহে প্রতিষ্টিত হল রাম লালার মূর্তি। গর্ভগৃহের অন্দরে বেজে উঠলো সিনহা। সানাইয়ের সুরে ধ্বনিত হল রঘুপতি রাঘব রাজা রাম। ঘুরল ইতিহাসের চাকা। এক শতাব্দীর বেশি সময় ধরে চলা আইনি লড়াই-এর অবশেষে অবসান। কোর্টের ছাড়পত্র পেয়ে প্রায় তিন বছর ধরে রাত-দিন এক করে নির্মাণ করা হয়েছে এই রাম মন্দির। শেষমেষ মাহেন্দ্রক্ষণ। সোমবার বেলা বারোটা বেজে ২৯ মিনিটে অভিজিৎ মুহুর্তে রামলালার কৃষ্ণশিলায় প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮৪ সেকেন্ড ধরে চলা ঐতিহাসিক মুহূর্তের প্রধান যজমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাণ প্রতিষ্ঠা শেষে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করলেন তিনি। সবশেষে সাষ্টাঙ্গে প্রনাম সেরে, ১১ দিনের উপবাস ভাঙলেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠান শেষে আমজনতার উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী দেশের নতুন ইতিহাস সূচনার বার্তা দিলেন। 

রাম লালার  প্রাণ প্রতিষ্ঠার দিনই কলকাতায় সংহতি মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে হাজরা থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিলে হাঁটেন তৃণমূল সুপ্রিমো। সংহতির পথে পা মিলিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। একদিকে প্রাণ পেল রাম লালা। যখন অযোধ্যা জুড়ে শুধুই মোদি ময়,'মোদি হেয় তো মুমকিন হেয়'। তখনই রাজ্যে সংহতির বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে পার্ক সার্কাসের সভা থেকে রাম মন্দির ইস্যুতে কার্যত নাম না করে বিজেপিকে কটাক্ষ ছুড়লেন তিনি। বিজেপিকে 'নারীবিরোধী' বলেও অভিযোগ মমতার। তিনি আরও বলেন, 'সকাল থেকে যা হচ্ছে, তাতে মনে হচ্ছে দেশে স্বাধীনতা সংগ্রাম হচ্ছে'।
 
উৎসবের অযোধ্যায় এক হয়ে গেল রাজনীতি, শিল্প, বিনোদন। সরযু তটে ভক্তি আর আবেগ মিলে মিশে একেবারে একাকার। বলিউডের বিগ- বি অমিতাভ থেকে ২২ গজের মাস্টারমাইন্ড শচীন টেন্ডুলকর। সনু নিগমের সুর মিলল সরযূতটে। দক্ষিণী চমক দেখাতে উপস্থিত ছিল রজনী কান্ত থেকে অনুপম খেররা। অযোধ্যার বুকে এক সুরে বেজে উঠল সংস্কৃত- আধ্যাত্মিক। বলিউডের অভিনেতা অভিনেত্রীদের একেবারে ফিকে করে দিয়ে টপ ফ্রেমে নরেন্দ্র মোদি। মোদি ম্যাজিক দেখল অযোধ্যানগরী তথা গোটাদেশ। প্রধানমন্ত্রী অনায়াস দক্ষতায় রাম কে মিলিয়ে দিলেন ভারত চেতনার সঙ্গে। লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকারের নতুন গুগলি। তাকে সামলে ভোটের মাঠে রান করতে পারবে তো বিরোধীরা? এখন সেটাই দেখার।