বেতন বাড়ল আশা-ICDS-অঙ্গনওয়াড়ি কর্মীদের, ঘোষণা মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার রাতেই ফেসবুকে বড় সুখবর দিতে চলেছেন বলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এরপর বুধবার সকাল ১০টায় ভিডিও বার্তায় সেই সুখবর দেন তিনি। আগামী এপ্রিল মাস থেকে ৭৫০ টাকা বেতন বৃদ্ধি পাবে আশাকর্মীদের।

ট্রাইব টিভি ডিজিটাল: ভোটের মুখে আশাকর্মী-অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেতন বাড়ল আশা, ICDS ও অঙ্গনওয়ারি কর্মীদের। বুধবার সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের বেতন বাড়ল ৭৫০ টাকা। এর পাশাপাশি বেতন বাড়ছে আইসিডিএস কর্মীদেরও। আইসিডিএস কর্মীরা এতদিন ৬,০০০ টাকা করে পেতেন। তাঁদের ৫০০ টাকা করে বেতন বাড়ছে। এপ্রিল মাস থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার রাতেই ফেসবুকে বড় সুখবর দিতে চলেছেন বলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এরপর বুধবার সকাল ১০টায় ভিডিও বার্তায় সেই সুখবর দেন তিনি। আগামী এপ্রিল মাস থেকে ৭৫০ টাকা বেতন বৃদ্ধি পাবে আশাকর্মীদের। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ানো হয়েছে ৭৫০ টাকা। বৃদ্ধি হয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পারদের বেতনও। এপ্রিল মাস থেকে তাঁরা পাবেন ৫০০ টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে তাঁদের। ১ এপ্রিল থেকে সকলের বেতন বাড়ানো হবে বলে এদিন ফেসবুক বার্তায় একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।