Mamata on Binit Goyal: পুলিশ রক্ত ঝরায়নি তাহলে কীসের ইস্তফা, ঘুরিয়ে বিনীতের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। পদে পদে প্রশ্নের মুখে পড়ছে পুলিশ ও প্রশাসন। একদিকে যেমন পুলিশের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে। জানুন বিস্তারিত...

Mamata on Binit Goyal: পুলিশ রক্ত ঝরায়নি তাহলে কীসের ইস্তফা, ঘুরিয়ে বিনীতের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। সিপি বিনীত গোয়েলের ইস্তফার দাবি তুলেছেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। তবে পুজোর আগে সিপি বদলের সম্ভাবনা যে কার্যত নেই, সোমবার সে ইঙ্গিতই শোনা গেল মুখ্যমন্ত্রীর বক্তব্যে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে মমতা বলেন, সবকিছুর জন্যই ধৈর্য ধরতে হয়। 

আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। পদে পদে প্রশ্নের মুখে পড়ছে পুলিশ ও প্রশাসন। একদিকে যেমন পুলিশের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে। তেমনি, স্বাধীনতার মধ্যরাতে নির্যাতিতার বিচারের দাবিতে মহিলাদের রাত দখলের সময় আরজি কর হাসপাতালে হামলার ঘটনাতেও প্রশাসনের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। যদিও সোমবার নবান্নে পর্যালোচনা বৈঠক থেকে পুলিশের ঢালাও প্রশংসা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: https://tribetv.in/WB-CM-Mamata-Banerjee-asks-to-join-doctors-to-their-work-on-tomorrow

তিনি জানান, অল্প সময়ের মধ্যে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলন চলছে, তাও সংযত ভাবে নিয়ন্ত্রণ করেছে পুলিশ বাহিনী। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে দিন সাতেক আগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিলেন। যদিও মুখ্যমন্ত্রী নিজেই বাঁধা দেন। পুলিশ কোনও ভুল করেনি, রক্ত ঝরায়নি। তাহলে কীসের ইস্তফা? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। 

আরও পড়ুন: https://tribetv.in/Supreme-Court-urges-to-doctors-to-join-their-duty-immediately-within-5-pm-on-tomorrow

পুজোর সময় ল’ অ্যান্ড অর্ডার বড় বিষয়। তাই দূর্গাপুজোর আগে চেনা কমিশনারকে না সরানোর কথাই বললেন মুখ্যমন্ত্রী। তবে লাগাতার আন্দোলনের জেরে কলকাতা পুলিশ কমিশনার যে পিছু হটেছে, তা মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট। এখন দেখার পুজোর পর কী ইস্তফা দেবেন বিনীত গোয়েল নাকি রাজ্যবাসীর আন্দোলনের চাপে মুখ্যমন্ত্রী নিজেই সরিয়ে দেন সিপিকে?