উপনির্বাচনেও সবুজ ঝড়! মানিকতলায় ফ্রন্টফুটে সুপ্তি পাণ্ডে

তৃতীয় রাউন্ডে ১৩ হাজার ১৪৮ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে।  জানুন বিস্তারিত...

উপনির্বাচনেও সবুজ ঝড়! মানিকতলায় ফ্রন্টফুটে সুপ্তি পাণ্ডে
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ ভোটগণনা রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের। গত বুধবার রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। এই চার কেন্দ্রের মধ্যে তিনটিতেই উপনির্বাচন হয়েছে বিধায়কেরা দলবদল করায়। শুধুমাত্র মানিকতলা কেন্দ্রে সাধন পাণ্ডে মারা যাওয়ার পর থেকে ২ বছর বিধায়কহীন থাকার পর এবার উপনির্বাচন (By-election) হয়েছে। 

মানিকতলা বিধানসভা (Maniktala) কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। আজ তাঁর ভাগ্যপরীক্ষা। মানিকতলা উপনির্বাচনের গননা কেন্দ্র রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় (Rabindra Bharati University)। সেখানে কড়া নিরাপত্তায় চলছে ভোট গননা। প্রথম ও দ্বিতীয় রাউন্ড ভোট গননা শেষ। দুই রাউন্ডেই এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে (Supti Pandey)।প্রাথমিক ভাবে গণনার শুরুতে মানিকতলায় অনেকটা এগিয়ে তৃণমূল। সুপ্তি পাণ্ডে পেয়েছেন তিন হাজারের বেশি ভোট। বিজেপির কল্যাণ চৌবে পেয়েছেন ৯০০-র বেশি ভোট। সিপিএম প্রার্থীর খাতায় রয়েছে ৩০০-র বেশি ভোট। তৃতীয় রাউন্ড ভোটগননাও শেষ। তৃতীয় রাউন্ডে ১৩ হাজার ১৪৮ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে।  

আরও পড়ুন: https://tribetv.in/kim-kardashian-boris-johnson-to-attend-radhika-merchant-anant-ambani-wedding-full-list

নির্বাচন কমিশনের (Election Commission) গাইডলাইন অনুযায়ী, গননা কেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রথম বলয় এবং দ্বিতীয় বলয়ের নিরাপত্তায় থাকছে কলকাতা পুলিশ এবং রাজ্যে পুলিশের আধিকারিকরা। তৃতীয় বলয় অর্থাৎ গননা কেন্দ্রে প্রবেশ করা গেটের সামনের নিরাপত্তায় থাকছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। গননা কেন্দ্রের ভিতরে কেউ মোবাইল ফোনে বা এমন কিছু নিয়ে যেতে পারবেন না যা নির্বাচন কমিশনের গাইড লাইনে নেই।

আরও পড়ুন: https://tribetv.in/a-young-man-allegedly-killed-in-kolkata

সেটা তৃতীয় বলয়ে খতিয়ে দেখেই গননা কেন্দ্রের ভিতরে প্রবেশ করানো হবে যাদের কাছে নির্বাচন কমিশন স্বীকৃত পরিচয় পত্র রয়েছে। গননা কেন্দ্রের ২০০ মিটার এলাকায় কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। ডেপুটি কমিশনার অফ পুলিশ পদ মর্যাদার পুলিশ আধিকারিক সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। মোতায়েন প্রায় ২০০ থেকে ৩০০ কলকাতা পুলিশ (Kolkata Police) এবং রাজ্যের পুলিশ (West bengal Police)।