WB Administration Change News: আরজি কর ডামাডোলের মধ্যেই প্রশাসনিক পদে রদবদল, মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধি নিয়ে জল্পনা

রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার শনিবার অবসর নেওয়ার কথা। কিন্তু তাঁর এই পদের মেয়াদ আরও তিনমাস বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে।

WB Administration Change News:  আরজি কর ডামাডোলের মধ্যেই প্রশাসনিক পদে রদবদল, মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধি নিয়ে জল্পনা
নবান্ন (ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নবান্নে বড়সড় রদবদল। সিনিয়র আইএএস তথা অতিরিক্ত মুখ্য সচিব পদ মর্যাদার অফিসার মনোজ পন্থকে অর্থ দফতরের সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হল। তাঁকে সেচ দফতরে পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে রাজ্যের নতুন অর্থ সচিব করা হল অতিরিক্ত মুখ্য সচিব পদ মর্যাদার অফিসার প্রভাত কুমার মিশ্রকে। প্রভাত কুমার মিশ্র এতদিন সেচ ও জল সম্পদ উন্নয়ন দফতরের সচিব ছিলেন। 

সূত্রের খবর, প্রভাত কুমার মিশ্র কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের দায়িত্বও কিছুদিন সামলেছেন। এই নির্দেশিকায় মৎস্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রশ্মি সেনকে জলসম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। তিনি দুটি দফতরের পাশাপাশি, পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর পদেও থাকবেন।

অন্যদিকে, রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার শনিবার অবসর নেওয়ার কথা। কিন্তু তাঁর এই পদের মেয়াদ আরও তিনমাস বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতর থেকে এই সংক্রান্ত অনুমোদন এসে পৌঁছয়নি। শেষ মুহুর্তেও যদি অনুমোদন না আসে, সেক্ষেত্রে প্রবীণ আইএএস আধিকারিককে নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করবে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, এই পদের দায়িত্বে বিবেক কুমারের আসার সম্ভাবনা প্রবল। তিনি এখন, ভূমি ও প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে রয়েছেন। 

আরও পড়ুন: https://tribetv.in/BJP-ex-MP-Rupa-Ganguly-targets-cm-Mamata-Banerjee-over-rg-kar-hospital-justice-issue

প্রসঙ্গত, চলতি অগাস্ট মাসে মহিলা ফরেস্ট অফিসারের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ ওঠে কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। চাপের মুখে পড়ে তড়িঘড়ি মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপরই গত ১৪ অগাস্ট মন্ত্রিসভায় রদবদল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারা বিভাগ থেকে অখিল গিরিকে সরিয়ে সেই পদের দায়িত্ব দেওয়া হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ওপর।

আরও পড়ুন: https://tribetv.in/Last-time-Durand-champions-Mohun-Bagan-are-desperate-to-win-their-first-trophy-on-todays-match

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে এবার থেকে কারা দফতরের দায়িত্বও সামলাচ্চছেন তিনি। নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানো হয়েছে। সুতরাং বীরভূমের উপরই ভরসা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অখিল গিরির অভব্য আচরণের জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ হয়েছিল। চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। আর এরপরই তাঁকে দেওয়া হয় আরও গুরু দায়িত্ব।