BJP News: ২৪-এর আগেই ভাঙন! 'ফুল' বদল তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যর

ইড়পালা গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। খুশির হাওয়া পদ্ম শিবিরে। এদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় হাতছাড়া হতে চলেছে গোটা গ্রাম পঞ্চায়েত।

BJP News: ২৪-এর আগেই ভাঙন! 'ফুল' বদল তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যর
তৃণমূল ছেঁড়ে বিজেপিতে যোগ পঞ্চায়েত সদস্যর (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: রাতারাতি পাল্টে গেল রাজনৈতিক সমীকরণ। TMC-র টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য যোগ দিলেন BJP-তে। শোরগোল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ইড়পালা গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। খুশির হাওয়া পদ্ম শিবিরে। এদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় হাতছাড়া হতে চলেছে গোটা গ্রাম পঞ্চায়েত। পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চায়েতের দখল কার হাতে থাকবে তা নিয়ে বিস্তর জল ঘোলা চলছিল। দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতিতে শনিবার বিজেপি বিধায়ক শীতল কপাটের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলের জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য দীপক ভট্টাচার্য।

সূত্রের খবর, তৃণমূলের আসনে জয়ী হয়েও এমন ভাঙনে অসন্তুষ্ট শাসক দল (TMC)। ঘাটালের ইড়পালা গ্ৰাম পঞ্চায়েতের ২৫ নং বুথের জয়ী তৃণমূল পঞ্চায়েত সদস্য দীপক ভট্টাচার্য্য যোগ দেন বিজেপিতে। ঘাটালের বিজেপির বিধায়ক শীতল কপাটের হাত ধরে বিজেপিতে যোগদান করেন তিনি। তাঁর এই গেরুয়া শিবিরে যোগদান ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।  সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে ইড়পালা গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে তৃণমূল পায় ৭টি এবং বিজেপির দখলে যায় ৮টি।

বোর্ড গঠন করে বিজেপি প্রধান হয় বিজেপির জয়ী প্রার্থী। কিন্তু স্থায়ী সমিতি গঠন করার আগেই শাসক দল বিজেপির একজন প্রার্থীকে নিজেদের দলের যোগদান করানোর ফলে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়। সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই তৃণমূলের জয়ী সদস্য দীপক ভট্টাচার্য শনিবার সন্ধ্যায় যোগ দেন গেরুয়া শিবিরে। ফলে ফের বেহাল অবস্থায় ইড়পালাগ্রাম পঞ্চায়েত। এদিকে রাজনৈতিক চিত্র পাল্টে দেওয়ার পর ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, 'এই তো সবে ট্রেলার, পিকচার এখনও বাকি আছে'।  

একই সঙ্গে বলা যেতে পারে, ফের হাতছাড়া হতে চলেছে গোটা গ্রাম পঞ্চায়েত। যদিও নিয়ম অনুযায়ী, এই মুহূর্তেই ভাঙা যাবে না পঞ্চায়েত বোর্ড। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে গোটা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে ছটি গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপির দখলে। এর মধ্যে ঘাটাল মহকুমা ছিল তিনটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। যদিও অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলিতে তৃণমূল দখল নিতে না পারায় সেভাবে প্রভাব খাটাতে পারেনি শাসক দল।