উদ্ধার লক্ষাধিক টাকার অস্ত্র! CBI -এর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

অস্ত্রের ভাণ্ডার সন্দেশখালি। 'তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই ভোটের দিন তল্লাশি' সন্দেশখালি অভিযান নিয়ে CBI-এর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। জানুন বিস্তারিত...

উদ্ধার লক্ষাধিক টাকার অস্ত্র! CBI -এর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় দফা ভোটের দিন NSG-কে নিয়ে সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সেই নিয়ে এবার সিবিআইয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission) নালিশ তৃণমূলের। অনৈতিক ভাবে সন্দেশখালির ফাঁকা জায়গায় তল্লাশি চালানো হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই নির্বাচনের দিন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এই তল্লাশি। ভোটের মধ্যে এই ধরনের অভিযান ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে, এই অভিযোগে নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের (TMC)। 

আরও পড়ুন: https://www.tribetv.in/alover-peacefully-lok-sabha-election-2024-was-conducted-at-north-bengal

শনিবার, CBI-এর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে লেখা তৃণমূলের চিঠিতে বলা হয়, 'আইনশৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব, অথচ তল্লাশির বিষয়ে কিছু জানানো হয়নি। সত্যিই অস্ত্র উদ্ধার হয়েছে নাকি সিবিআই বা NSG নিজেরাই রেখেছে, তাও স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী (PM) এবং বিজেপি (BJP) নেতারা সন্দেশখালি ইস্যুতে প্রতিদিন তৃণমূলকে নিশানা করছেন। আরও একবার প্রমাণিত হল, CBI-কে বিজেপি ও কেন্দ্রীয় সরকার অনৈতিক ভাবে ব্যবহার করছে'। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Mamata-Banerjee-targets-bjp-over-ssc-verdict-issue

শুক্রবার শাহজাহানের ভাইয়ের থেকে পাওয়া তথ্য অনুযায়ী সন্দেশখালিতে (Sandeshkhali) হানা দেয় সিবিআই। তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ভেঙে ফেলা হয় মেঝে। আর সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে অস্ত্র। বিকেলের দিকে ওই এলাকায় যায় NSG কম্যান্ড। রিমোটচালিত রোবট দিয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। উদ্ধার হয় ৪০ লক্ষ টাকার আন্তর্জাতিক অস্ত্র। এক একটি অস্ত্রের দাম ৭ থেকে ৮ লক্ষ টাকা, অনুমান সিবিআই-এর। যোগ থাকতে পারে মার্কিন মুলুকের।