অস্ট্রেলিয়ায় বন্দুকবাজের হামলা, নিহত ৬

কুইন্সল্যান্ডের পুলিশ বিভাগের কমান্ডার কাতারিনা ক্যারল জানিয়েছেন, সমাজকে সুরক্ষিত রাখতে চরম মূল্য দিয়েছেন তাঁরা।

অস্ট্রেলিয়ায় বন্দুকবাজের হামলা, নিহত ৬

ট্রাইব টিভি ডিজিটাল: ইতালির পর এবার অস্ট্রেলিয়া! ভয়াবহ গুলির লড়াইয়ে রক্তাক্ত ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ড প্রদেশে হওয়া সংঘর্ষে দুই পুলিশকর্মী-সহ প্রাণ হারালেন ছ'জন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বন্দুকবাজদের সঙ্গে পুলিশের লড়াইয়ে হামলাকারীরাও খতম হয়েছে বলে খবর।

 সোমবার এক নিখোঁজ ব্যক্তির সন্ধানে ওইয়ামবিলা টাউনের একটি বাড়িতে যান দুই পুলিশকর্মী। কুইন্সল্যান্ড পুলিশ ইউনিয়নের প্রেসিডেন্ট ইয়ান লিভারসের জানিয়েছেন, দুই পুলিশকর্মী ওই বাড়িতে প্রবেশ করতেই গুলিবৃষ্টি শুরু হয়। কোনও সুযোগই পাননি তাঁরা। ঠান্ডা মাথায় দুই পুলিশকর্মীকে খুন করা হয়েছে। তিনি আরও জানান, নিহত পুলিশ অফিসারদের একজন ২৬ বছরের র‌্যাচেল ম্যাকক্রো। অন্যজনের বছর ঊনত্রিশের ম্যাথিউ আরনল্ড। পুলিশ বাহিনীতে সবে ক্যারিয়ার শুরু করেছিলেন তাঁরা।

কুইন্সল্যান্ডের পুলিশ বিভাগের কমান্ডার কাতারিনা ক্যারল জানিয়েছেন, সমাজকে সুরক্ষিত রাখতে চরম মূল্য দিয়েছেন তাঁরা। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শেনর পর তিনি আরও জানিয়েছেন, ওই দুই অফিসার বেঁচে ফেরার কোনও সুযোগই পাননি। তিরিশ বছরেরও কম বয়সের ওই দুই পুলিশকর্মী সবে ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি আরও জানান, ১৬ জনের একটি পুলিশদল তাঁদের বাঁচানোর চেষ্টা চালায়। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সেই চেষ্টা বিফল হয়। বন্দুকবাজদের কাছে প্রচুর হাতিয়ার ছিল। ফলে তাদের কাবু করতে বেশ কয়েকঘণ্টার লড়াই চালাতে হয় পুলিশকে।   

জানা গিয়েছে, ওইয়ামবিলা টাউনের বাড়িতে তিনজন দুষ্কৃতী লুকিয়ে ছিল। দুই পুলিশকর্মীকে দেখেই গুলি চালাতে শুরু করে তারা। হামলাকারীদের কাছে প্রচুর আধুনিক অস্ত্রশস্ত্র ছিল। পরে পুলিশের বিশেষ বাহিনী ও হেলিকপ্টার থেকে অভিযান চালিয়ে তাদের খতম করা হয়। নিহতদের দু'জন পুরুষ, একজন মহিলা। এছাড়া, এক পথচারীরও মৃত্যু হয়েছে। সবমিলিয়ে, সংঘর্ষে মৃত্যু হয়েছে ছ’জনের।