আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব যৌন কর্মীরা, তাঁদের মুখেও উঠল শাস্তির দাবি

বুধবার রাতে জলপাইগুড়ি যৌন পল্লীতে তাদের বাসস্থানে মোমবাতি-প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদে স্বরুপ হতে দেখা গেল তাঁদের। জানুন বিস্তারিত...

আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব যৌন কর্মীরা, তাঁদের মুখেও উঠল শাস্তির দাবি
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন থেকে শুরু করে নাগরিক মঞ্চ, আরজি করে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত‍্যাকাণ্ডের প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে গোটা দেশবাসীকে। এবার সেই প্রতিবাদের তালিকায় সংযোজন হল জলপাইগুড়ির যৌন পল্লীর কর্মীরা। বুধবার রাতে জলপাইগুড়ি যৌন পল্লীতে তাদের বাসস্থানে মোমবাতি-প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদে স্বরুপ হতে দেখা গেল তাঁদের। 

এদিন তাঁদের মধ্যে এক প্রতিবাদকারী সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের মুখোমুখি হয়ে ঘটনায় তীব্র নিন্দার পাশাপাশি শাস্তির দাবি জানান। তিনিও মা, তিনি কখনই চান না তার মেয়েকে এই ব‍্যবসায় নিয়ে আসতে। বক্তব্যে আরও সংযোজন করে ওই যৌন কর্মী বলেন, যৌন মিলনের ইচ্ছে থাকলে তাদের কাছে আসলে তারা নির্দ্বিধায় এবং বিনা অর্থে তাদের ইচ্ছে পূরণ করতো। কিন্তু এই ভাবে ধর্ষণ করে হত‍্যার ঘটনায় তারাও বাকরুদ্ধ। 

আরও পড়ুন: https://tribetv.in/ED-Raid-in-RG-Kar-Former-Principal-Sandip-Ghoshs-House-in-Connection-of-Corruption-Case

এদিন তাই লাইট অফ করে মোমবাতি জ্বালিয়ে আরজি কর ধর্ষণের ঘটনার এক অন‍্যরুপ প্রতিবাদ দেখান জলপাইগুড়ির যৌন পল্লীর সমস্ত যৌন কর্মীরা। অনান‍্যদের পাশাপাশি জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত‍্যাকাণ্ডের ঘটনায় তাঁরাও দোষীদের তীব্র শাস্তির দাবি জানিয়েছেন।