রবিতেই স্বস্তি! কালবৈশাখীতেই বঙ্গে তাপপ্রবাহের ইতি

তীব্র দাবদাহ কাটিয়ে রবিতেই মিলতে পারে স্বস্তি। সন্ধের পরই জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকেই বদলাতে পারে বঙ্গেও আবহাওয়া। কী বলছে হাওয়া অফিস? জানুন বিস্তারিত...

রবিতেই স্বস্তি! কালবৈশাখীতেই বঙ্গে তাপপ্রবাহের ইতি
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ প্রতীক্ষার অবসান। কালবৈশাখীর হাত ধরেই বঙ্গে তাপপ্রবাহের ইতি। তীব্র দাবদাহ কাটিয়ে রবিতেই মিলতে পারে স্বস্তি। সন্ধের পরই জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Storm Rain Alert)। সোমবার থেকেই বদলাতে পারে বঙ্গেও আবহাওয়া। কী বলছে হাওয়া অফিস? 

গোটা এপ্রিল জুড়েই তীব্র তাপপ্রবাহের খেল দেখেছে বঙ্গবাসী। শহর কলকাতায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি। যা ভেঙে দিয়েছে গত ৫০ বছরের রেকর্ড। বৈশাখের মাঝেও দেখা মেলেনি কালবৈশাখীর (thunderstorm forecast)। কবে মিলবে বৃষ্টি? সেই আশাতেই তৃষ্ণার্ত চাতকের মতো আকাশের দিকে তাকিয়ে সারা বঙ্গবাসী। তবে এবার স্বস্তির পূর্বাভাস দিল হাওয়া অফিস। রবিবার থেকেই বহুকাঙ্ক্ষিত বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। উপকূলীয় তিন জেলায় আজ সন্ধ্যের পর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

আরও পড়ুন: https://www.tribetv.in/Mamata-Banerjee-Targets-BJP-over-sandeshkhali-viral-video-issue

সোমবার থেকেই ভোলবদল করবে বাংলার আবহাওয়া। প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। যার প্রভাবে আগামী দুদিনের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশে। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪ ডিগ্রি কমতে পারে। কিছুটা হলেও মিলবে স্বস্তি। সোমবার থেকে সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) তৈরি হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: https://www.tribetv.in/Sourav-ganguly-and-Jhulan-Goswami-announced-the-name-of-bengal-pro-t2o-league-cricketers

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত উত্তরের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার কোনও কোনও জেলায় গরমের অস্বস্তি থাকতে পারে। বিকেলের দিকে বৃষ্টিতে আবহাওয়া আবার ঠান্ডা হতে পারে। সোমবার থেকে গরমের অস্বস্তি দূর হবে বলেই জানাচ্ছে আলিপুর।