ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে সেনাদের নিয়েও রাজনীতি, 'অগ্নিপথ' প্রকল্প নিয়ে বিরোধীদের সপাট জবাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর যুক্তি, সেনায় তারুণ্যের প্রয়োজন, প্রাণশক্তির প্রয়োজন। তাই অগ্নিবীরের মতো যুগান্তকারী পদক্ষেপ করা হয়েছে। অথচ কিছু মানুষ এই নিয়ে রাজনীতি করছে। পড়ুন বিস্তারিত...

ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে সেনাদের নিয়েও রাজনীতি,  'অগ্নিপথ' প্রকল্প নিয়ে বিরোধীদের সপাট জবাব প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি সৌজন্যে X হ্যান্ডেল)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কার্গিল দিবসের ২৫ বছর পূর্তির দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় অগ্নিপথ নিয়ে আক্ষেপের সুর। কার্গিল বিজয় দিবসের মঞ্চ থেকে অগ্নিবীর প্রকল্প নিয়ে বিরোধীদের তুলোধোনা প্রধানমন্ত্রীর। তিনি বলেন, ''ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে কিছু মানুষ জাতীয় নিরাপত্তা নিয়ে রাজনীতি করছে। সেনার স্বার্থে অগ্নিপথ খুব গুরুত্বপূর্ণ সংস্কার।''  

শুক্রবার কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কার্গিলের দ্রাসে যান। সেখানে সেনা জওয়ানদের সাক্ষী রেখেই প্রধানমন্ত্রী মোদি বলেন, ''সেনার জন্য অগ্নিপথ ভীষণ গুরুত্বপূর্ণ সংস্কার। কয়েক দশক ধরে এটা নিয়ে সংসদে আলোচনা হয়েছে। বহু কমিটি তৈরি হয়েছে। সেই সব কমিটি সেনাকে পুনরুজ্জীবিত করার জন্য এই ধরনের সংস্কারের প্রস্তাব দেওয়া হচ্ছিল। ভারতীয় সেনার জওয়ানদের গড় বয়স বিশ্বের অন্য সব দেশের সেনা জওয়ানদের গড় বয়সের থেকে বেশি হওয়ায় উদ্বেগ তৈরি হচ্ছিল অনেক দিন ধরেই। কিন্তু সদিচ্ছার অভাবে এই ধরনের কোনও পদক্ষেপ করতে পারেনি আগের সরকারগুলি।''

আরও পড়ুন: https://tribetv.in/A-Woman-Injured-by-massive-fire-at-Girish-park-in-Kolkata

শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর যুক্তি, সেনায় তারুণ্যের প্রয়োজন, প্রাণশক্তির প্রয়োজন। তাই অগ্নিবীরের মতো যুগান্তকারী পদক্ষেপ করা হয়েছে। অথচ কিছু মানুষ এই নিয়ে রাজনীতি করছে। মোদির বক্তব্য, ''দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ জাতীয় নিরাপত্তার ইস্যু নিয়েও রাজনীতি করছে। ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে এই রাজনীতির খেলা। এই লোকগুলি তাঁরাই যারা আগে একের পর এক দুর্নীতি করে দেশের সেনাবাহিনীকে দুর্বল করছে। এরাই সেই মানুষ যারা বায়ুসেনাকে আধুনিক বিমান পর্যন্ত কিনতে দেয়নি।''