হড়পা বানে মৃত ৯, ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের ঘোষনা মোদি-মমতার

প্রতিমা নিরঞ্জনের সময় আচমকা হড়পা বানে ভেসে যাওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

হড়পা বানে মৃত ৯, ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের ঘোষনা মোদি-মমতার

ট্রাইব টিভি ডিজিটাল:  মালবাজারে মাল নদীর হড়পা বানে মৃত ও আহতদের পরিবারের পাশে কেন্দ্র ও রাজ্য। বুধবার রাতের মর্মান্তিক দুর্ঘটণায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। একই সঙ্গে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২ লাখ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা জানিয়ে বৃহস্পতিবার সকালে টুইট করেছেন তিনি। 

প্রতিমা নিরঞ্জনের সময় জলপাইগুড়ি জেলার মালবাজারের মর্মান্তিক দুর্ঘটনায় মর্মাহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে এক টুইট বার্তায় ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি লেখেন, ''মাল নদীতে হড়পা বানে ৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি।'' এছাড়াও তিনি টুইট বার্তায় হড়পা বানের ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। 

এদিকে, প্রতিমা নিরঞ্জনের সময় আচমকা হড়পা বানে ভেসে যাওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। হাজার হাজার জমায়েত হওয়া সত্ত্বেও প্রস্তুতিতে ঘাটতি ছিল বলে পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলেছেন এবং পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার  হড়পা বানে ভেসে যাওয়ার ঘটনায় তছনছ সবকিছু। পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।