জোটে ফাটল, বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের

আজ বিকেলেই তিনি এনডিএ (NDA)-তে যোগ দিতে পারেন। তারপর ফের শপথ নেবেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar Chief  Minister) হিসাবে। আরও জানুন...

জোটে ফাটল, বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের
রাজ্যপালের কাছে ইস্তফা নীতিশ কুমারের (ছবি সৌজন্যে-টুইটার)

ট্রাইব টিভি ডিজিটাল: অবশেষে সব জল্পনার ইতি টানলেন নীতীশ কুমার। রবিবার সকালে রাজভবনে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন নীতীশ কুমার (Nitish Kumar)। ভাঙলেন 'মহাগঠবন্ধন'। 'ইন্ডিয়া জোট সঠিকভাবে কাজ করছিল না' রাজভবন থেকে ইস্তফা দিয়ে বেড়িয়ে একথা জানান নীতীশ কুমার। বিহারের রাজনীতিতে পট-পরিবর্তনের মহানাটক ,আজই 'INDIA' ছেড়ে 'NDA'-তে যোগ নীতিশের। সূত্রের খবর, সকালে পরিষদীয় দলের সঙ্গে বৈঠক শেষে নীতিশ,রাজভবনে পৌঁছে ইস্তফা পত্র জমা দেন। বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা নীতীশের। 

সূত্রের খবর, আজ বিকেলেই তিনি এনডিএ (NDA)-তে যোগ দিতে পারেন। তারপর ফের শপথ নেবেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar Chief  Minister) হিসাবে। বিগত কয়েকদিন ধরেই জল্পনা ছিল, আবার জোট বদল করতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। ২০২২ সালে যে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং আরজেডি-কংগ্রেস সহ ১৯টি দলের সঙ্গে মহাগঠবন্ধন জোট তৈরি করেছিলেন, দেড় বছর কাটতে না কাটতেই আবার সেই জোট ভেঙে এনডিএ-তে ফিরে যাবেন। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল আজ। রবিবার রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার।

https://x.com/ANI/status/1751485594902130748?s=20

রাজভবন থেকে বেরিয়ে নীতীশ কুমার বলেন, “মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি। রাজ্যপালকে সরকার ভেঙে দিতে বলেছি। দলের মতামত নিয়েই ইস্তফা দিয়েছি। আগের জোট ছেড়ে নতুন জোটে যোগ দেব। ইন্ডিয়া জোটের বৈঠক আয়োজন থেকে আলোচনা, মধ্যস্থতা করা-কী কী না করেছি, কিন্তু কিছুই হচ্ছে না। তাই এই সিদ্ধান্ত।”