'আব তেরা কা হোগা কালিয়া', অনুব্রতর তিহার মুক্তির খবরে সোশ্যাল মিডিয়ায় ফের মিমিক্রির বন্যা

কেষ্ট ফিরবে নতুন লুকে নতুন ডায়লগ নিয়ে! দাবি করেছেন অনুব্রত মিমিক্রি করা শিল্পী সাজিদ। ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাঘ খাঁচায় বেশি দিন বন্দি করে রাখা যায় না। আরও জানুন...

'আব তেরা কা হোগা কালিয়া',  অনুব্রতর তিহার মুক্তির খবরে সোশ্যাল মিডিয়ায় ফের মিমিক্রির বন্যা
সোমবার জামিনে মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তিহার থেকে মুক্ত হওয়ার আগে কেষ্টর নয়া ডায়লগ (আব তেরা কা হোগা কালিয়া)। তবে এ কিন্তু তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল না। অনুব্রতর “মু বোলা” ভাইপো, মিমিক্রি শিল্পী সাজিদ। কেষ্ট মঞ্চে উঠে যে সব কথা বর্তা বলতেন সেই সব ডায়লগ সোশ্যাল মিডিয়াতে হয়ে যেত ভাইরাল। আর এসব বিস্ফোরক ডায়লগকে মিমিক্রি করে বেশ নাম করেছিল সাজিদ। উনি কিন্তু বেশ খুশি কেষ্টর জামিন মজ্ঞুরে। উনার দাবি বীরভূমে ফিরবে নতুন নতুন ডায়লগ নিয়ে নতুন লুকে অনুব্রত মণ্ডল।

কেষ্ট ফিরবে নতুন লুকে নতুন ডায়লগ নিয়ে! দাবি করেছেন অনুব্রত মিমিক্রি করা শিল্পী সাজিদ। ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাঘ খাঁচায় বেশি দিন বন্দি করে রাখা যায় না। কেষ্টর জামিন মজ্ঞুর হতেই বীরভূম তৃণমূল কর্মীদের মধ্যে হইহই রব। বাদ নেই সোস্যাল মিডিয়াতে আ‍্যক্টিভ থাকা যুবকেরা। বিভিন্ন রাজনৈতিক অ-রাজনৈতিক পোষ্ট যেখানে বলা হচ্ছে লেখা হচ্ছে AI ইমেজ বানিয়ে পোষ্ট -TIGER IS BACK, ঘরের ছেলে ঘরে ফিরছে ,খেলা হবে -ভয়ঙ্কর খেলা হবে। 

আরও পড়ুন: https://tribetv.in/WB-CM-Mamata-Banerjee-to-Visit-Burdwan-and-Durgapur-flood-affected-areas-on-today

অনুব্রত মণ্ডল তৃণমূল জেলা সভাপতির সঙ্গে নেটিজেনদের কাছে ভীষণ ভালো একটা কন্টেন্ট বলে জানা যাচ্ছে। তবে সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের ২ বছর তিহার বন্দি অনেক কিছু ঘটে গেছে তার জীবনে। প্রশ্ন থাকছে একটা যে, অনুব্রত মণ্ডল আগের ফর্ম কী থাকবেন? নাকি আরও ভয়ঙ্কর খেলা খেলবেন। সমস্ত কিছুর উত্তর মিলবে ২০২৬ এর নির্বাচন ও তার আগের নির্বাচনী প্রচারে।