No Confidence Motion: মণিপুর ইস্যুতে সংসদে অনাস্থা প্রস্তাব গ্রহণ স্পিকারের

দুই নারীর উপর পাশবিক ঘটনার প্রতিবাদে মণিপুর ইস্যু নিয়ে উত্তাল গোটা দেশ। সোমবার বাদল অধিবেশনে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসেন 'INDIA' জোটের শরিকরা...

No Confidence Motion:  মণিপুর ইস্যুতে সংসদে অনাস্থা প্রস্তাব গ্রহণ স্পিকারের
ছবি সৌজন্যে- সংসদ টিভি

ট্রাইব টিভি ডিজিটাল: মণিপুর ইস্যুতে বুধবার সংসদে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস। কংগ্রেসের পাশাপাশি বিআরএস সাংসদ নামা নাগেশ্বর রাও-ও অনাস্থা প্রস্তাব আনেন মোদি সরকারের বিরুদ্ধে। বিরোধীদের আনা এই অনাস্থা প্রস্তাব গ্রহন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তবে এই নিয়ে বিতর্ক কবে হবে তা এখনও জানা যায়নি। সেই তারিখ স্পিকার খুব শীঘ্রই ঘোষণা করতে পারেন বলে সংসদ সূত্রে জানা গিয়েছে। এদিন সমস্ত বিরোধী দলের সাংসদরা উঠে দাঁড়িয়ে এই অনাস্থা প্রস্তাবে সমর্থন জানান। 

দুই নারীর উপর পাশবিক ঘটনার প্রতিবাদে মণিপুর ইস্যু নিয়ে উত্তাল গোটা দেশ। সোমবার বাদল অধিবেশনে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসেন 'INDIA' জোটের শরিকরা। হাজির ছিলেন তৃণমূল সাংসদরাও। ধর্নায় যোগ দিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, মণিপুর থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা বিজেপির। ডাবল ইঞ্জিন সরকারকে অযোগ্য বলে আক্রমণ করেন TMC সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

জানা গিয়েছে, মণিপুর ইস্যু নিয়ে বিরোধীদের লাগাতার বিক্ষোভের মধ্যে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে জানিয়েছিলেন, মণিপুর ইস্যুতে আলোচনায় রাজি সরকার। প্রকৃত তথ্য জানা উচিত দেশের। যদিও তাঁর আগে মণিপুর ইস্যু নিয়ে সংসদ খোলার সময় বিবৃতি দিয়েছিলেন তিনি। মণিপুরকাণ্ডকে 'ন্যক্কারজনক', 'দেশের লজ্জা', দেশবাসীর মাথা হেঁট করে দিয়েছে বলে জানিয়েছিলেন তিনি। আর সেই ইস্যুতে বাদল অধিবেশনের শুরুতেই চড়ছিল বিরোধীদের বিরোধিতার পারদ। অবশেষে বুধবার Congress এবং BRS সাংসদদের আনা অনাস্থা প্রস্তাব গ্রহণ করলেন লোকসভার স্পিকার।