একহাঁটু কাদা ঠেলে যেতে হয় স্কুলে, বেহাল রাস্তা সারাইয়ের দাবি গ্রামবাসীদের

বেহাল রাস্তার কারনে অ্যাম্বুল্যান্স বা অন্য কোনও গাড়ি ঢুকতে চায় না। এই বেহাল রাস্তার কারনে দুয়ারে রেশন পরিষেবা নিতে যেতে হয় দু কিলোমিটার দূরে।

একহাঁটু কাদা ঠেলে যেতে হয় স্কুলে,  বেহাল রাস্তা সারাইয়ের দাবি গ্রামবাসীদের

ট্রাইব টিভি ডিজিটাল: জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে এলাকার বাসিন্দাদের। ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ নম্বর ব্লকের ভেলায়ডিহা গ্রামপঞ্চয়েতের খয়েরডাঙ্গা থেকে কুষমুরা হয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা।  

এই রাস্তা দিয়েই দশটি গ্রামের কয়েক হাজার বাসিন্দাকে নিত্য যাতায়াত করতে হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে রাস্তা মেরামতের দাবি জানানো হয়েছে কিন্তু সমস্যার কোনও সমাধান হয়নি। খয়েরডাঙ্গা থেকে কুষমুরা যাওয়ার রাস্তা সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে উঠে। যার ফলে ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের।  

প্রায় চার কিলোমিটার রাস্তা পুরোপুরি কাদায় ভর্তি। সাইকেল মোটরসাইকেল যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠে। এই রাস্তা দিয়েই খেয়েরডাঙ্গা, বলিডাঙ্গা, শালুকডঙ্গা, পড়াসিডাঙ্গা সহ একাধিক গ্রামের বাসিন্দারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই রাস্তা দিয়েই বেলপাহাড়ি বাজার, বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতাল, থানা, বিডিও অফিস সহ বিভিন্ন জায়গায় যেতে হয়। সব থেকে বেশি সমস্যাই পড়তে হয় অসুস্থ মানুষজনদের। 

বেহাল রাস্তার কারনে অ্যাম্বুল্যান্স বা অন্য কোনও গাড়ি ঢুকতে চায় না। এই বেহাল রাস্তার কারনে দুয়ারে রেশন পরিষেবা নিতে যেতে হয় দু কিলোমিটার দূরে। বর্তমানে বৃষ্টির সময় সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়াদের। যাতায়াতের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাঁদের। এই অবস্থায় বর্ষার জলকাদার হাত থেকে রেহাই দিতে দ্রুত রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।