ভোটে রণক্ষেত্র ঝাড়গ্রাম! সন্ত্রাসে আক্রান্ত বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় বাহিনী

দুপুর গড়াতেই ভোটের অশান্তির উত্তাপ আরও বাড়ল। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ। গড়বেতায় জখম কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান। জানুন বিস্তারিত...

ভোটে রণক্ষেত্র ঝাড়গ্রাম! সন্ত্রাসে আক্রান্ত বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় বাহিনী
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে চলছে গণতন্ত্রের মহোৎসব। শনিবার দেশজুড়ে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। চব্বিশের মহালড়াইয়ের পঞ্চম দফা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হলেও বিক্ষিপ্ত অশান্তি দিয়ে শুরু হয় ষষ্ঠ দফা (Sixth Phase)। দুপুর গড়াতেই ভোটের অশান্তির উত্তাপ আরও বাড়ল। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর (Jhargram BJP Candidate) ওপর হামলার অভিযোগ। গড়বেতায় জখম কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান। ষষ্ঠ দফায় গড়বেতার মাটি ভিজল রক্তে।

সকাল থেকেই দফায় দফায় বিজেপি প্রার্থীদের ঘিরে বিক্ষোভের অভিযোগ সামনে এসেছে। এবার ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর (Pranat Tudu) ওপর হামলার অভিযোগ। ভোট বঙ্গে ফিরল পঞ্চায়েত হিংসার ছবি। গড়বেতায় বুথ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। তাঁকে দেখে তাড়া করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। অভিযোগ, ঢিল ছোঁড়া হয় প্রণত টুডুকে লক্ষ্য করে। গুরুতর আহত হন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। ভাঙা হয় বিজেপি প্রার্থীর গাড়ির কাঁচ। বিক্ষোভের রোষে কার্যত ভয় পেয়ে পালিয়ে যেতে হয় বিজেপি প্রার্থীকে।  

আরও পড়ুন: https://tribetv.in/allegedly-chaos-creating-in-tamluk-and-haldia-areas-during-election-casting-time

তৃণমূল কর্মী সমর্থকদের সন্ত্রাসের আগুন থেকে ছাড় পায়নি কেন্দ্রীয় বাহিনীও (Central Force)। কেন্দ্রীয় বাহিনীর ওপরেও ওঠে হামলার অভিযোগ। ইটবৃষ্টি ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে গড়বেতা। তৃণমূলের হামলায় মাথা ফাটল কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানের। আহত হন দুই জওয়ান। আক্রমণকারীর মধ্যে ছিলেন মহিলারাও।  বিক্ষোভ, ভাঙচুর, উত্তেজনা, সন্ত্রাসে একেবারে সংবাদ শিরোনামে উঠে এসেছে ঝাড়গ্রাম। এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব নির্বাচন কমিশনের (Election Commission)।