রোজভ্যালির পর রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়ালো ঋতুপর্ণা সেনগুপ্তের, ৫ জুন তলব ইডির

রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির তলব। ভোটের ফল ঘোষণার পরের দিন সল্টলেকের ইডি দফতরে ঋতুপর্ণা সেনগুপ্তকে একাধিক গুরুত্বপূর্ণ নথি সহ হাজিরার নির্দেশ ইডির। জানুন বিস্তারিত...

রোজভ্যালির পর রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়ালো ঋতুপর্ণা সেনগুপ্তের, ৫ জুন তলব ইডির
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভোটের মধ্যেই ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির তলব। ভোটের ফল ঘোষণার পরের দিন অর্থাৎ ৫ জুন সল্টলেকের ইডি দফতরে ঋতুপর্ণা সেনগুপ্তকে একাধিক গুরুত্বপূর্ণ নথি সহ হাজিরার নির্দেশ ইডির (ED)। 

ভোট শেষ হওয়ার আগেই রেশন দুর্নীতি মামলায় ফের ময়দানে কেন্দ্রীয় এজেন্সি (Central Agency)। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল ইডি। ২০১৯ সালের জুলাইয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালিকাণ্ডে (Rose Valley Scam) তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রোজভ্যালিকাণ্ডের প্রায় পাঁচ বছর পর এবার রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়ালো ঋতুপর্ণা সেনগুপ্তের। 
 
আরও পড়ুন: https://tribetv.in/Kolkata-police-tight-security-in-city-over-Lok-Sabha-Election-2024

বুধবার ই-মেলে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে বলেই ইডি সূত্রে খবর। রেশন দুর্নীতিতে গ্রেফতার এক অভিযুক্তের সঙ্গে টলিউড অভিনেত্রীর প্রায় এক কোটি টাকা নগদ লেনদেনের হদিস মিলেছে তদন্তে। তার কারণ এবং সেই অর্থের ‘গন্তব্য’ জানতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। ৫ জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সকাল ১১ টার মধ্যে হাজিরার নির্দেশ অভিনেত্রীকে। ব্যাংকিং ডকুমেন্টস থেকে শুরু করে, আইটি রিটার্নস সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি নিয়ে ইডি দফতরে আসতে বলা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)।


আরও পড়ুন: https://tribetv.in/JP-Nadda-road-show-at-kolkata-for-supporting-bjp-candidate-debasree-roy

কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ঋতুপর্ণা ও প্রসেনজিৎ জুটির পঞ্চাশতম ছবি অযোগ্য মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। গত সপ্তাহে এই ছবির প্রচারে ব্যস্ত ছিলেন ঋতুপর্ণা। তার পরই সপ্তাহের শুরুতে মার্কিন মুলুকে চলে যান টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইডির তলবের পর যদিও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেত্রীর।