তদন্তে যাওয়ার আগে শাহজাহানের সঙ্গে কথা হয় দাবি ইডি-র

ইডি তার বাড়ির সামনে শুনে ফোন কেটে দেন শাহজাহান : সূত্র

তদন্তে যাওয়ার আগে শাহজাহানের সঙ্গে কথা হয় দাবি ইডি-র

সন্দেশখালিতে তল্লাশিতে গিয়ে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবার নতুন দাবি ইডির। ওই হামলার ঘটনার ঠিক আগে শেখ শাহজাহানের সঙ্গে মোবাইল ফোনে ইডি-র আধিকারিকদের কথা হয়েছিল বলে দাবি ইনফরমেন্ট ডিরেক্টরেটের। রেশন দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি তাঁর বাড়ির সামনে এসেছে এই কথা শোনার পরেই ফোন কেটে দেন শেখ শাহজাহান, ইডির অভিযোগ এমনটাই।

জানা গেছে, শেখ শাহজাহানের আরেকটি ফোন নম্বর রয়েছে। সেই সময় থেকে তাঁর সেই ফোনও নাকি অনবরত ব্যস্ত ছিল। ইডির আরও দাবি, দুটি মোবাইল ফোনের টাওয়ার লোকেশনই দেখাচ্ছিল, তৃণমূল নেতা রয়েছেন বাড়ির ভিতরেই। পুলিশের কাছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই তৃণমূল নেতার দুটি মোবাইল ফোন। শুক্রবার একটি মোবাইল ফোন নম্বরে শেখ শাহজাহানকে তাঁর বাড়িতে তল্লাশিতে এসেছেন বলে জানান ইডি-র আধিকারিক। এরপরই ফোন কেটে দেওয়া হয় বলে অভিযোগ। তারপরই ইডি-র ওপর হামলা হয়। ইডির-র আরও অভিযোগ, সেই সময় শেখ শাহজাহানই ফোন করে তার অনুগামীদের উস্কানি দেন। এমন দাবিতে আরও প্রশ্ন উঠেছে, তবে কি গ্রামবাসীদের উস্কানির পেছনে শেখ শাহজাহানের হাত ছিল? তৃণমূলের অন্য কোনও নেতার বাড়িতে আশ্রয় নিয়েছে শাহজাহান? নাকি তৃণমূলই মদদ দিচ্ছে এই তৃণমূল নেতাকে? এই সব প্রশ্নে সমালোচনার ঝড় উঠেছে এলাকাজুড়ে।