মামার বাড়ি পুজো দেখতে এসে পুকুরে গাড়ি! বেঘোরে প্রাণ গেল দম্পতির

আদতে বিরাটির বাসিন্দা কৌশিক দেবনাথ পেশায় হোটেল ব্যবসায়ী। তাঁর সঙ্গেই ছিলেন স্ত্রী সুনন্দা মণ্ডল। তিনি পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষিকা।

মামার বাড়ি পুজো দেখতে এসে পুকুরে গাড়ি! বেঘোরে প্রাণ গেল দম্পতির

ট্রাইব টিভি ডিজিটাল: মামার বাড়িতে পুজো দেখতে যাওয়ায় হল কাল! মর্মান্তিক দুর্ঘটনায় গাড়ির মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন দম্পতি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট এলাকায়। মৃত ঐ দম্পতির নাম, কৌশিক দেবনাথ (৩৫) এবং সুনন্দা মণ্ডল (৩০)। পরে বাদুড়িয়া থানার পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে। এদিকে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আদতে বিরাটির বাসিন্দা কৌশিক দেবনাথ পেশায় হোটেল ব্যবসায়ী। তাঁর সঙ্গেই ছিলেন স্ত্রী সুনন্দা মণ্ডল। তিনি পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষিকা। বসিরহাটের উত্তর মেদিয়া গ্রামে মামা জয়দেব সানার বাড়িতে পুজো উপলক্ষে আসেন তাঁরা। এরপরই, এদিন সকালে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নেমে যায় গাড়ি। গাড়িতে তখন স্বামী স্ত্রী দু'জনেই ছিলেন।

পুকুরের মধ্যে গাড়ির দরজা না খুলতে পেরে, জলে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে পড়েন দুজনেই। দ্রুত স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। যদিও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে বাদুড়িয়া থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। অন্যদিকে, দম্পতির এভাবে মৃত্যুকে কেন্দ্র করে উঠে আসছে একাধিক প্রশ্ন! এটা কি নিছকই দুর্ঘটনা? না এর পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।