জিম করতে গিয়ে অসুস্থ, AIIMS -এ ভর্তি কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব

জিমে শরীরচর্চা করার সময় ট্রেডমিলের উপরে পড়ে যান তিনি। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পড়ে যাওয়ার পরে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়।

জিম করতে গিয়ে অসুস্থ,  AIIMS -এ ভর্তি কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব

ট্রাইব টিভি ডিজিটাল: গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। বুধবার তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। কমেডিয়ান এই অভিনেতার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। 

সূত্রের খবর,  জিমে শরীরচর্চা করার সময় ট্রেডমিলের উপরে পড়ে যান তিনি। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পড়ে যাওয়ার পরে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ইতিমধ্যে তাঁকে দু'বার সিপিআর দেওয়া হয়েছে। AIIMS-এর কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন তিনি। এদিকে ডাক্তাররা  যখন তাঁর চিকিৎসায় ব্যস্ত, তখন তাঁর কোটি কোটি ভক্ত সুস্থতার জন্য প্রার্থনা করছে। 

রাজু শ্রীবাস্তব উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। হাসাতে হাসাতে কাঁদিয়ে দিতে পারেন তিনি। স্টেজ শো, কমেডি শো ছাড়াও বেশ কিছু সিনেমাতেও তিনি কাজ করেছেন। একজন বিখ্যাত কৌতুক অভিনেতা ছাড়াও ৫৮ বছর বয়সী রাজু শ্রীবাস্তবের অপর পরিচয় তিনি ভারতীয় জনতা পার্টির একজন নেতাও।

২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি সমাজবাদী পার্টিতে ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, কার্ডিয়াক অ্যারেস্ট হলেও ধীরে ধীরে ঠিক হচ্ছেন রাজু। তাঁর PR টিমের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভয় পাওয়ার আর কিছু নেই। তবে সবাইকে দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনা করতে বলা হয়।