পুলিশি তদন্তে ক্ষুদ্ধ হাইকোর্ট, তীব্র ভর্ৎসনার মুখে বারাকপুরের CP

টিটাগড়  থানা এলাকার একটি বাড়িওয়ালা ভাড়াটের সংঘাতের ঘটনায় মৃত্যু হয় বাড়িওয়ালার পক্ষের এক সদস্যের। পুলিশের অভিযোগ দায়ের হয় ভাড়াটের বিরুদ্ধে। তারপর জানুন বিস্তারিত...

পুলিশি তদন্তে ক্ষুদ্ধ হাইকোর্ট, তীব্র ভর্ৎসনার মুখে বারাকপুরের CP
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ব্যারাকপুর পুলিশের তদন্তে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে আদালতে ডেকে ভর্ৎসনা বিচারপতি দেবাংশু বসাকের। উপর থেকে বাড়িওয়ালার পরিবারের এক সদস্যকে  ঠেলে ফেলে দিয়ে খুনের অভিযোগ ভাড়াটের বিরুদ্ধে। সেই মামলায় পুলিশ কমিশনারকে ভর্ৎসনা বিচারপতির।

"পুলিশের তদন্তের গতিপ্রকৃতি দেখেই বোঝা যাচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের ভূমিকা কি। এই ধরনের তদন্তর সঙ্গে যুক্ত টিটাগর থানার তদন্তকারী অফিসার ও ব্যারাকপুর পুলিশ কমিশনার কে পুলিশ মেডেল দেওয়া উচিত।"  মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের।

অভিযুক্ত আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলা শুনানি চলাকালে বিচারপতির প্রশ্ন কেন ৩০২ ধারা যোগ করা হয়নি। টিটাগড়  থানার অন্তর্গত একটি বাড়িওয়ালা ভাড়াটের সংঘাতের ঘটনায় মৃত্যু হয় বাড়িওয়ালার পক্ষের এক সদস্যের। পুলিশের অভিযোগ দায়ের হয় ভাড়াটের বিরুদ্ধে। বাড়িওয়ালার পক্ষ থেকে টিটাগড়  থানায় অভিযোগ দায়ের হয়। সেখানে উল্লেখ করা হয়, ভাড়াটিয়া বাড়িওয়ালার এক সদস্যকে মারধর করে উপর থেকে ফেলে দেয়। কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি খুনের ধারা ৩০২ যোগ না করে ৩০৪ ধারা প্রয়োগ করে। পুলিশের এই তদন্তের গতিপ্রকৃতি দেখে ব্যারাকপুর পুলিশ কমিশনার কে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

সরকারের আইনজীবী আদালতে জানান, তদন্তের মধ্য দিয়ে যে সমস্ত তথ্য উদ্ধার হচ্ছে তাতে খুব শীঘ্রই ৩০২ ধারা যোগ করা হবে। এতে বিচারপতি ক্ষুব্ধ হয়ে পুলিশ  কমিশনারের উদ্দেশ্যে মন্তব্য করেন বাড়িওয়ালার পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে উপর থেকে মারধর করে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। এটা কি সরাসরি খুন অর্থাৎ ৩০২ ধারা যোগ এর ক্ষেত্রে উপযুক্ত নয়? তাহলে পুলিশ প্রথমেই কেন এই ধারা যোগ করল না? আগামীকাল ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে আদালতে রিপোর্টের মাধ্যমে সশরীরে হাজির হয়ে জানাতে হবে তদন্তের কোন পর্যায়ে তাদের মনে হল এই মামলায় ৩০৪ নয় ৩০২ অর্থাৎ সরাসরি খুনের দ্বারা যুক্ত করা প্রয়োজন।