ওভার স্পীডে গাড়ি চালানোয় তলব! সূর্যনীল দাসের মামলায় পুলিশের নোটিস খারিজ আদালতের

কলকাতা পুলিশের তরফে আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়। সেই চিঠিকে চ্যালেঞ্জ করে সোমবার মামলা করেন আইনজী সূর্যনীল দাস।

ওভার স্পীডে গাড়ি চালানোয় তলব! সূর্যনীল দাসের মামলায় পুলিশের নোটিস খারিজ আদালতের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আইনজীবী সূর্যনীল দাসের মামলায় পুলিশের নোটিস খারিজ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৌশিক চন্দের। দুই পক্ষের সমর্থনে খারিজ। গত ১৫ ফেব্রুয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যেতে বাধা দিয়েছিল পুলিশ। সায়েন্স সিটির কাছে আটকানো হয় তাঁকে। সেই পরিস্থিতিতে আইনজীবী সূর্যনীল দাস পুলিশকে প্রশ্ন করেন যে আইনের কি কোন প্রভিশন আছে ওনাকে আটকানোর। এরপরই লালবাজার রেইড সেকশন থেকে বিরোধী দলনেতার আইনজীবী সূর্যনীল দাসকে হাজিরার আইনি চিঠি পাঠানো হয়। 

কলকাতা পুলিশের তরফে আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়। সেই চিঠিকে চ্যালেঞ্জ করে সোমবার মামলা করেন আইনজী সূর্যনীল দাস। সেই মামলায় সূর্যনীলের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য আদালতে এসে জানান, আজ ফের আদালতের নির্দেশ মতো শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে তাঁকে যেতে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাই এই মামলা এখন চালানোর প্রয়োজনীয়তা নেই। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Due-to-allegation-of-Aadhar-card-problem-state-government-will-launch-a-new-portal-to-help-peoples

আদালতে পুলিশের বক্তব্য: সূর্যনীল দাসের গাড়ি ওভার স্পীড ছিল। তাই নোটিস দেয়া হয়েছে। এটা সবার ক্ষেত্রেই হয়। 

বিচারপতি: গাড়ির ওভার স্পিডের জন্য কেন তাহলে হাজিরার নোটিশ দিয়ে লাল বাজারে তরল করা হবে?

এজি কিশোর দত্ত: ব্যাপারটা সেরকম কিছু নয় উনাকে কোথাও কোন হাজিরা দিতে হবে না।

বিচারপতি: তাই যদি হয়,তবে আমি শুধু সূর্যনীল দাসকে ব্যক্তিগতভাবে গাড়ি আসতে ও সাবধানে চালাতে বলব।

এরপর দুই পক্ষের সমর্থনেই মামলাটি খারিজ হয়ে যায়।