খুনের অভিযোগে গ্রেফতার, আরাবুল ইসলামকে জামিন দিল কলকাতা হাইকোর্ট

গত বছর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আইএসএফ কর্মীর খুনের মামলায় জামিন পেলেন আরাবুল ইসলাম। গত বছরের ১৫ জুন ভাঙ্গরে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে গিয়ে খুন হন আইএসএফ প্রার্থী মইনুদ্দিন মোল্লা। জানুন বিস্তারিত...

খুনের অভিযোগে গ্রেফতার, আরাবুল ইসলামকে জামিন দিল কলকাতা হাইকোর্ট
তৃণমূল নেতা আরাবুল ইসলাম (ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভাঙ্গরের তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ ব্যানার্জী ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ আরাবুল ইসলামের জামিন মঞ্জুর করলেন। আরাবুলকে জেল থেকে মুক্ত করতে নির্দেশ হাইকোর্টের।

গত বছর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আইএসএফ কর্মীর খুনের মামলায় জামিন পেলেন আরাবুল ইসলাম। গত বছরের ১৫ জুন ভাঙ্গরে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে গিয়ে খুন হন আইএসএফ প্রার্থী মইনুদ্দিন মোল্লা। এই খুনের ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। যার মধ্যে আরাবুল ইসলাম ছিলেন। সেই ঘটনার ৮ মাস পর গত ৮ ফেব্রুয়ারি পুলিশ আরাবুলকে গ্রেফতার করে। আরাবুলের পরিবারের অভিযোগ ছিল, পুলিশ হেফাজতে রেখেই একের পর এক মামলায় আরাবুলকে জড়াচ্ছে। আরাবুল ইসলামের বিরুদ্ধে পুলিশ একের পর এক মিথ্যে মামলা রুজু করছে বলে আদালতে অভিযোগ জানান আরাবুলের স্ত্রী। সেই অভিযোগ তুলে হাইকোর্টে জামিনের আবেদন করেন আরাবুল। সেই মামলাতেই মঙ্গলবার হাইকোর্ট আরাবুল ইসলামের জামিন মঞ্জুর করল।

আরও পড়ুন: https://tribetv.in/Miscreants-allegedly-mass-beaten-to-youth-and-his-mother-at-Ariadah-areas

উল্লেখ্য, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হন আরাবুল। তিনি অভিযোগ করেন, তাঁকে একটি মামলায় গ্রেফতারের পরেও আরও দু’টি মামলায় যুক্ত করেছে পুলিশ। আইনজীবীর মাধ্যমে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হন আরাবুলের স্ত্রী জাহানারা বিবিও। তাঁর অভিযোগ ছিল, লোকসভা ভোটের আগে তাঁর স্বামীর বিরুদ্ধে চক্রান্ত করে একের পর এক মামলায় ফাঁসানো হচ্ছে। গ্রেফতারের পরেও নতুন নতুন অভিযোগে মামলা দায়ের হয়েছে। আরাবুলের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে, রাজ্যের কাছে জানতে চায় কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার তাঁকে জামিন দেওয়া হয়।