প্রধানমন্ত্রীকে কু-কথা! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ BJP

কোচবিহারের সভা থেকে প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতৃত্বদের আপত্তিকর সংসদীয় ভাষা প্রয়োগের অভিযোগে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি। 

প্রধানমন্ত্রীকে কু-কথা! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ BJP
Mamata Banerjee (ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি (BJP)। কোচবিহারের সভা থেকে প্রধানমন্ত্রী (Prime Minister) সহ বিজেপি নেতৃত্বদের আপত্তিকর সংসদীয় ভাষা প্রয়োগের অভিযোগে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি। 

বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সভা ছিল কোচবিহারে মাথাভাঙা ও জলপাইগুড়ির মালে। দুই জনসভা থেকেই বিজেপিকে অলআউট অ্যাটাক করেন তৃণমূল সুপ্রিমো। কোচবিহারের মাথাভাঙার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী সহ বিজেপির নেতৃত্বদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই অভিযোগেই নির্বাচন কমিশনে (Election Commission) নালিশ জানাল বিজেপি।  

আরও পড়ুন: https://www.tribetv.in/State-govt-reply-to-Governor-CV-Ananda-Bose%E2%80%99s-report-card-on-VC-appointment-in-Universities
 
বৃহস্পতিবারের কোচবিহারের জনসভার প্রধানমন্ত্রীকে আপত্তিকর শব্দ প্রয়োগের অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। কমিশন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়ো ক্লিপসহ দিল্লির নির্বাচন কমিশনের অফিসে মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমারের কাছে অভিযোগ জানিয়েছে রাজ্য বিজেপি।