ভোট গণনায় সংঘর্ষ 'কাঁটা'! বাংলায় মোতায়েন বিশাল বাহিনী

ভোটগণনার দিন আগে থেকেই ভোট পরবর্তী হিংসা রুখতে আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা বাংলায়। ৪ জুন রাজ্যে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।      

ভোট গণনায় সংঘর্ষ 'কাঁটা'! বাংলায় মোতায়েন বিশাল বাহিনী
ফাইল চিত্র

অভ্রদ্বীপ দাস, কলকাতা: কেন্দ্রে বিজেপির ৩৫০ পার! বাংলাতেও নাকি ২৩ থেকে ২৭ আসন বিজেপির দখলে। দীর্ঘ আড়াই মাস ধরে চলা ভোট পর্ব শেষ হতে না হতেই ঝাঁপিয়ে পড়েছে সমীক্ষক সংস্থাগুলি। এই আশঙ্কাই যদি সত্যি হয়, তাহলে ভোট গণনার দিনও ভোট পরবর্তী হিংসা ফিরতে পারে বাংলায়। যা নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন (Election Commission)। ভোটগণনার নিরাপত্তা নিয়ে ৪ জুন রাজ্যে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।      

রাজ্যের শান্তিপূর্ণ ভোট আবহে শেষ দফায় 'কাঁটা' হয়ে রইল রাজনৈতিক সংঘর্ষে চলা বোমা-গুলি। তাই ভোটগণনার দিন আগে থেকেই ভোট পরবর্তী হিংসা রুখতে আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা বাংলায়। ভোটগণনার আগের দিন অর্থাৎ ৩ জুন সকাল দশটার মধ্যে সকল পুলিশ আধিকারিকদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

আরও পড়ুন: https://tribetv.in/Kolkata-police-tight-security-in-city-over-Lok-Sabha-Election-2024

অঞ্চল ধরে ধরে পুলিশ বাহিনী মোতায়েন করার নির্দেশ কমিশনের। বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ২ টি গণনা কেন্দ্রে স্টেট আর্মড ফোর্স ২০ মোতায়েন, থাকছে ২০ জন র‍্যাফ আধিকারিক। হাওড়ায় রয়েছে একটি গণনা কেন্দ্র। সেখানে মোতায়েন ২০ বাহিনী। চন্দননগরের দুটি গণনা কেন্দ্রে মোতায়েন মোট ৪০ বাহিনী। আসানসোল দুর্গাপুর এলাকার একটি গণনা কেন্দ্রে মোতায়েন ২০ রাজ্য সশস্ত্র বাহিনী। শিলিগুড়িতে মোতায়েন ৫০ বাহিনী। বারুইপুর জেলা পুলিশ এলাকায় দুজন ইন্সপেক্টর, কুড়ি জন এসআই বা এএসআই, ৬০ কনস্টেবল সহ মোট ১০২ আধিকারিক।  

আরও পড়ুন: https://tribetv.in/TMC-Candidate-Bapi-Halder-facing-go-back-slogan-at-mathurapur-areas-on-today

সুন্দরবনে ও বসিরহাট জেলা পুলিশ এলাকায় মোতায়েন মোট ১৩৪ জন পুলিশ আধিকারিক। বনগাঁ, হুগলি গ্রামীণ ও মোতায়েন ১১৪ জন আধিকারিক। মুর্শিদাবাদ, বারাসত, মালদহ, কোচবিহারে মোতায়েন থাকছে ১০০ থেকে ১৬০ পর্যন্ত পুলিশ আধিকারিক। পূর্ব মেদিনীপুরে থাকছে সবথেকে বেশি পুলিশ আধিকারিক। দুটি গণনা কেন্দ্রে চারজন ইন্সপেক্টর,  ৩০ জন এসআই বা এএসআই, ১০০ কনস্টেবল, ২০ ই এফ আ, ২০ রাজ্যের সশস্ত্র বাহিনী মিলিয়ে মোট ১৭৪ জন আধিকারিক।  

মোট ৪৩টি গণনা কেন্দ্রে ৪৫ জন ইন্সপেক্টর, ৪৩০ জন এসআই বা এএসআই, ১১৩০ জন কনস্টেবল, ৩০০ জন রাজ্যের সশস্ত্র পুলিশ, ৪৪০ র‍্যাফ, ৪০ এস টি আর ও ১৪০ ই এফ আ সহ মোট ২৫২৫ পুলিশ আধিকারিক মোতায়েন রাজ্যজুড়ে।