হাইভোল্টেজ বালুরঘাট, মোদির পর সুকান্তর সমর্থনে আজ মেগা র‍্যালি অমিত শাহের

নির্বাচন শুরুর ঠিক ৯ দিন আগেই রাজ্যে আসছেন অমিত শাহ। সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাট থেকেই ভোটমুখী বাংলায় প্রচারের ঝড় তুলবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হাইভোল্টেজ বালুরঘাট, মোদির পর সুকান্তর সমর্থনে আজ মেগা র‍্যালি অমিত শাহের
Amit Shah (ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভোটের উত্তাপ কার্যত চরছে বঙ্গে। লোকসভার নির্ঘণ্ট প্রকাশের পর রাজ্যে দুটি সভা করেছেন নরেন্দ্র মোদি। এবার নির্বাচন শুরুর ঠিক ৯ দিন আগেই রাজ্যে আসছেন অমিত শাহ। সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাট থেকেই ভোটমুখী বাংলায় প্রচারের ঝড় তুলবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুনিয়াদপুরে নির্বাচনী জনসভা করেই বঙ্গে প্রচার শুরু করছেন অমিত শাহ।

প্রধানমন্ত্রীর পর এবার রাজ্যে প্রচারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ থেকেই বাংলায় ভোট প্রচারে  অমিত শাহ। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর প্রথম বাংলায় আসছেন অমিত শাহ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাট থেকেই পদ্ম ফোটানোর লক্ষ্যে অমিত শাহ। বুধবার বেলা ১২টায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের বুনিয়াদপুরে নির্বাচনী জনসভা করবেন তিনি। অসম থেকে পশ্চিমবঙ্গে এসে এই জনসভা সেরে শাহ ফিরে যাবেন বিহারের গয়ায়।

আরও পড়ুন:https://www.tribetv.in/One-Police-Seriously-Injured-as-goons-allegedly-attack-in-police-camp-at-Sandeshkhali 

২৪-এর লোকসভা নির্বাচনে বালুরঘাট যে নজরকারা কেন্দ্র, তা বলাই বাহুল্য। লোকসভায় বঙ্গ বিজেপির জনপ্রিয় মুখ সুকান্ত মজুমদার। তাই তাঁর কাছে এই আসন ধরে রাখা যেমন এক চ্যালেঞ্জ ঠিক তেমনই তৃণমূলের কাছেও এই কেন্দ্র ফিরিয়ে আনা বেশ কষ্টকর। কিছুদিন আগেই এই কেন্দ্রে জনসভা করে গেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই থেকে বোঝাই যায়, তৃণমূল যেমন বালুরঘাটে ঘাসফুল ফোটাতে মরিয়া। তেমনই গেরুয়া শিবির পদ্ম ফোটাতে বদ্ধপরিকর। 
 
বঙ্গ বিজেপিকে আগেই রণকৌশল সাজিয়ে দিয়ে গিয়েছিলেন অমিত সাহ। বাংলার ৩৫ আসনের হুঁশিয়ারিও দিয়ে গিয়েছিলেন তিনি। তবে কী এবার ৩৫ আসনের পরিকল্পনা বাড়াতে চলেছেন অমিত শাহ!