মাঠে কাজ করার সময় কাস্তে ঢুকে গেল কানে, জখম মহিলা

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের  বেল গেড়িয়া পলাশচাপড়ি এলাকায়।

মাঠে কাজ করার সময় কাস্তে ঢুকে গেল কানে, জখম মহিলা

ট্রাইব টিভি ডিজিটাল: সকালে চাষের কাজে যাওয়ার পথে পা পিছলে আস্ত কাস্তে ঢুকে গেল কানে! গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের  বেল গেড়িয়া পলাশচাপড়ি এলাকায়। জানা গিয়েছে, চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের  বাসিন্দা অনিমা মিদ্দা সকালে মাঠে কাজ করতে যাচ্ছিলেন। মাঠে কাজ করতে যাওয়ার সময় কাঁধে থাকা কাস্তেটি  অসাবধানতাবশত অনিমা মিদ্দার কানে ঢুকে যায়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়।

এরপর এলাকার মানুষজন অনিমা মিদ্দাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। এছাড়াও তাৃর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল বলে জানা গিয়েছে।