Assam News: খুদে পড়ুয়াদের সঙ্গে ঝুমুর নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো

দর্শকাসন থেকে সোজা মঞ্চে উঠে খুদে খুদে পড়ুয়াদের সঙ্গে স্থানীয় জনপ্রিয় লোকনৃত্যের তালে পা মেলান তিনি।

Assam News: খুদে পড়ুয়াদের সঙ্গে ঝুমুর নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো

ট্রাইব টিভি ডিজিটাল: চেনা পরিচিত রাজনীতির বৃত্ত থেকে অনেকটা দূরে একেবারে অন্যরকম মুডে ধরা দিলেন খোদ মুখ্যমন্ত্রী। নিজের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহনকারী খুদে পড়ুয়াদের সঙ্গে ঝুমুর নৃত্যের তালে তালে পা মেলালেন তিনিও। আর সেই নাচের ভিডিও ট্যুইটারে আপলোড করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 

টুইটারে পোস্ট করা একাধিক নাচের ভিডিয়োতে তাঁকে বেশ খোশমেজাজে দেখা গিয়েছে এদিন। অসমের মুখ্যমন্ত্রীর শেয়ার করা ওই ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, দর্শকাসন থেকে সোজা মঞ্চে উঠে খুদে খুদে পড়ুয়াদের সঙ্গে স্থানীয় জনপ্রিয় লোকনৃত্যের তালে পা মেলান তিনি। শুধু তাই নয়, খুদে শিশুদের আরও ভালো নাচতে উৎসাহ দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে । ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, শুধু মুখ্যমন্ত্রী একা নন, নাচের ছন্দে পা মিলিয়েছেন তাঁর স্ত্রী রিনিকি ভূয়ান সরমা দুজনেই।

জানা গিয়েছে, রবিবার অসমের দিসপুরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিজ বাসভবনে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে উপস্থিত ছিল Hatinga TE Model School। নাচ-গানের পাশাপাশি আয়োজন করা হয়েছিল আরও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের।

https://twitter.com/himantabiswa/status/1612269749869891585?s=20 

এদিকে নিজের নাচের পুরো ভিডিয়ো সহ একাধিক ছবি টুইটারে পোস্ট করে হিমন্ত শর্মা লিখেছেন, '' আমার স্ত্রী রিনিকি শর্মার সঙ্গে আমার বাসভবনে রাতের খাবারের জন্য সুটিয়া, হাটিঙ্গাটিই মডেল স্কুলের ছাত্রদের সঙ্গে আলাপচারিতা করতে পেরে আনন্দিত। ঝুমুর, টুসু নৃত্য, লোকগীতি এবং জ্যোতি সঙ্গীত, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করে প্রতিভাবান শিক্ষার্থীরা সন্ধ্যাটিকে স্মরণীয় করে তুলেছিল।''